Record Your Computer Screen without Any Software at Windows 10 । iTSharif



অনেক সময় আপনার কম্পিউটারের স্ক্রিনের ভিডিও রেকর্ড করা প্রয়োজন হয়। তার জন্য বেশিরভাগ ব্যবহারকারী ক্যামটাশিয়া, ব্যান্ডিক্যাম বা এরকম অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকেন। যেন সেরকম কোন সফটওয়্যার আপনাদের ব্যবহার করতে না হয় সেজন্য আজকের এই টিউটরিয়াল। 

আপনারা যারা উইন্ডোজ ১০ বা ১১ ব্যবহার করছেন তাদের জন্য সুখবর। অনেকে জানেন না যে উইন্ডোজ ১০ বা ১১ তে কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করার জন্য নতুন করে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়না। উইন্ডোজে ডিফল্ট দেওয়া সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করা যায়। 

আপনার কম্পিউটার এর কিবোর্ডে উইন্ডোজ বাটন এবং G বাটন (Windows + G) একসাথে ক্লিক করে ছেড়ে দিয়ে ১-২ সেকেন্ড অপেক্ষা করুন। এবার দেখবেন নিচের পিকচারের মত একটি এক্সবক্স নামের এ্যাপ্লিকেশন চালু হবে। 


এবার নিচে দেখানে পয়েন্টে ক্লিক করলে আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। 


এভাবে আপনার রেকর্ড কাজ শেষ হয়ে গেলে Windows + Shift + Q কমান্ডা ক্লিক করলেই রেকর্ডিং স্টপ হয়ে যাবে। ভিডিও লোকেশন হবে আপনার My Computer এর Videos এর ভিতরের Captures নামের ফোল্ডারটি। 

তবে এই এ্যাপ্লিকেশনটি অনেক সময় কিছু কিছু এ্যাপ এর রেকর্ড করেনা। তাই রেকর্ড শেষ হলে অবশ্যই রিভিউ করে নিবিন যে কোন জিনিসটা বাদ পড়লো। 

ধন্যবাদ সবাইকে। 

Verification code is

No comments

Powered by Blogger.