আমেরিকান নাম্বারে সরাসরি কল করুন সম্পূর্ণ ফ্রিতে
বাংলাদেশ থেকে সরাসরি এমেরিকান নাম্বারে কল করার জন্য যারা অযথা টাকা উড়িয়েছেন তাদের জন্য সুখবর!
আজ থেকে আপনাকে এমেরিকান নাম্বারে কল করার জন্য টাকা খরচ করতে হবেনা। শুধুমাত্র ডাটা কানেকশন এবং দুইটা সফটওয়্যার মোবাইলে ইনস্টল করা থাকলেই হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সরাসরি এমেরিকান মোবাইল নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে কল করবেন-
১- এন্ড্রোয়েড মোবাইলে আমরা গুগলের একটি সফটওয়্যার দেখতে পাই যার নাম হ্যাংআউট (Hangouts)। এটি সকল এন্ড্রোয়েড মোবাইলে অটোমেটিক ইনস্টল করা থাকে। সরাসরি সামনে না থাকলেও গুগল ফোল্ডারের ভিতরে থাকে। এ্যাপটি ওপেন করার আগে গুগল প্লে-স্টোর থেকে এ্যাপটি আপডেট করে নিন। আপডেট হয়ে গেলে এ্যাপটি ওপেন করুন। প্রথম ধাপের কাজ শেষ।
২- এবার আবার গুগল প্লে-স্টোরে যান এবং হ্যাংআউটস ডায়ালার (Hangouts Dialer) লিখে সার্স বক্সে সার্স দিন, মাত্র কয়েক কেবি সাইজের এ্যাপটি। এবার এটিও ইনস্টল করুন এবং ওপেন করে প্রয়োজনীয় পারমিশন দিন। দ্বিতীয় ধাপের কাজ শেষ।
এখন আপনটি হ্যাংআউট এ্যাপটি ওপেন করে দেখুন দুইটা ট্যাব দেখাবে। একটি মেসেজিং এর জন্য অন্যটি ডায়ালিং এর জন্য। নিচের ছবির মত-
এবার ডায়াল আইকনে ক্লিক করুন এবং কিপ্যাড বাটনে ক্লিক করে যে কোন এমেরিকান নাম্বার টাইপ করুন দেখবেন ফ্রি কল লেখা দেখাবে। এবার কল করে সরাসরি কথা বলুন কোন চার্জ ছাড়াই!!
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন।
ধন্যবাদ সবাইকে...... 😊
Verification code is
Md Azimul Islam
ReplyDeletemotinali877@ gmalicom
ReplyDelete